menu-iconlogo
huatong
huatong
ayon-chakladermahdi-sultanraselshakila--cover-image

তোর মন পাড়ায় থাকতে দে আমায়

Ayon Chaklader/mahdi sultan/Rasel/Shakilahuatong
SimulFu_starhuatong
Letras
Grabaciones
তোর মন পাড়ায়,

থাকতে দে আমায়

আমিচুপটি করে দেখবো

আর ডাকবো ইশারায় ।

তুই চাইলে বল,

আমার সঙ্গে চল

ওই উদাস পুরের বৃষ্টিতে

আজ ভিজবো দুজনায় ।

অভিমানী মন আমার

চায় তোকে বারেবার

অভিমানী মন আমার

চায় তোকে বারেবার

তাই বলি আয়রে ছুটে আয়..

তোরমন পাড়ায়,

থাকতে দে আমায়

আমিচুপটি করে দেখবো

আর ডাকবো ইশারায় ।

তুই চাইলে বল,

আমার সঙ্গে চল

ওই উদাস পুরের বৃষ্টিতে

আজ ভিজবো দুজনায় ।

তোর হৃদয় আঙিনায়,

থাকতে আমি চাই

তুই ছাড়া বাঁচার নেই রে উপায়

কিভাবে ওরে, তোকে ছেড়ে

একাকী আমি জীবন কাটাই ।

অভিমানী মন আমার

চায় তোকে বারেবার

অভিমানী মন আমার

চায় তোকে বারেবার

তাই বলি আয় রে ছুটে আয়...

তোর মন পাড়ায়,

থাকতে দে আমায়

আমি চুপটি করে দেখবো

আর ডাকবো ইশারায় ।

তুই চাইলে বল,

আমার সঙ্গে চল

ওই উদাস পুরের বৃষ্টিতে

আজ ভিজবো দুজনায় ।

শুধু তোকে ঘিরে,

শত স্বপ্নের ভিড়ে

এখন আমার বসবাস

তুই এলে জীবনে,

পাবো বাঁচার মানে

পাবো সুখেরি আভাস..

অভিমানী মন আমার

চায় তোকে বারেবার

অভিমানী মন আমার

চায় তোকে বারেবার

তাই বলি আয় রে ছুটে আয় ।

ওই উদাস পুরের বৃষ্টিতে

আজ ভিজবো দুজনায় ।

তোর মন পাড়ায়,

থাকতে দে আমায়

আমি চুপটি করে দেখবো

আর ডাকবো ইশারায় ।

তুই চাইলে বল,

আমার সঙ্গে চল

ওই উদাস পুরের বৃষ্টিতে

আজ ভিজবো দুজনায় ।

লালা লালা... লালা লা লা

লালা লালা... লালা লা লা

লালা লালা... লালা লা লা

লালা লালা... লালা লা লা

Más De Ayon Chaklader/mahdi sultan/Rasel/Shakila

Ver todologo

Te Podría Gustar