menu-iconlogo
huatong
huatong
avatar

পিরিতে করলো এ কী হাল

Babu Baparyihuatong
☞𓅓🔰RAFI_KD𓅓⚔⃟🇧🇩🅱🅰🅰🇧🇩huatong
Letras
Grabaciones
পিরিতে করলো এ কী হাল

সমাজে কইরা দিছে কাল

পিরিতে করলো এ কী হাল

সমাজে কই~রা. দিছে কাল

কী যে ব্যথা দিয়া গেলি বলা যায় না মু~খে~

বড় নিঃস্ব কইরা গেলি রে তুই পাগল বলে লোকে

বড় নিঃস্ব কইরা গে~লি রে তুই পাগল বলে লো.কে..

কী ছিল মোর অপরাধ

সে যে বইলা গেল না

এত ভালোবাসলাম তবু দিল্ দিলো না

কী ছিল মোর অপরাধ

সে যে বইলা গেল না

এতো ভালোবাসলাম তবু দিল্ দিলো না

ছটফটাইয়া একাই কাঁদি দুঃখ লইয়া বু~কে~

বড় নিঃস্ব কইরা গেলি রে তুই পাগল বলে লোকে

বড় নিঃস্ব কইরা গে~লি রে তুই পাগল বলে লো.কে..

কী করি নাই তোর লাগি

একবার নিজের মুখে বল্

বিনিময়ে দিয়া গেলি চো.খভরা জল

কী করি নাই তো.র লাগি

একবার নিজের মুখে বল্

বিনিময়ে দিয়া গেলি চো.খভরা জল

আমার চেয়ে বেশি ভালো বাসবে তোরে কে~

বড় নিঃস্ব কইরা গেলি রে তুই পাগল বলে লোকে

বড় নিঃস্ব কইরা গে~লি রে তুই পাগল বলে লোকে

পিরিতে করলো এ কী হাল

সমাজে কইরা দিছে কাল

পিরিতে করলো এ কী হাল

সমাজে কই~রা. দিছে কাল

কী যে ব্যথা দিয়া গেলি বলা যায় না মু~খে~

বড় নিঃস্ব কইরা গেলি রে তুই পাগল বলে লোকে

বড় নিঃস্ব কইরা গে~লি রে তুই পাগল বলে লো.কে..

Más De Babu Baparyi

Ver todologo

Te Podría Gustar