menu-iconlogo
huatong
huatong
avatar

Ek Mutho Roddur Haate

Balamhuatong
rabbiwebhuatong
Letras
Grabaciones
এক মুঠো রোদ্দূর হাতে

এক আকাশ নীল

আজ তোমার জন্য ব্যস্ত শহরে

চলছে ভালবাসার মিছিল

শুধু তোমার জন্য

প্রেমের জোয়ারে ভাসলো দুকূল

শুধু তোমার জন্য

প্রেমের জোয়ারে ভাসলো দুকূল

এক মুঠো রোদ্দূর হাতে

এক আকাশ নীল

আজ তোমার জন্য ব্যস্ত শহরে

চলছে ভালোবাসার মিছিল

রাতের আকাশে জাগে তারার চাদরে

বৃষ্টি ভেজা বাতাস বহে রাতে আদরে

পাহাড়ে পাহাড়ে ফুটলো বুনোফুল

শুধু তোমার জন্য

প্রেমের জোয়ারে ভাসলো দুকূল

শুধু তোমার জন্য

প্রেমের জোয়ারে ভাসলো দুকূল

এক মুঠো রোদ্দূর হাতে

এক আকাশ নীল

পিচঢালা পথে রাঙ্গাল কৃষ্ণচূড়া ফুল

তুমি আসবে বলে সাজবে পথ

আকুল আমার প্রাণ হল ব্যকুল

শুধু তোমার জন্য

প্রেমের জোয়ারে ভাসলো দুকূল

শুধু তোমার জন্য

প্রেমের জোয়ারে ভাসলো দুকূল

এক মুঠো রোদ্দূর হাতে

এক আকাশ নীল...

Más De Balam

Ver todologo

Te Podría Gustar