menu-iconlogo
huatong
huatong
avatar

Gari Chole Na

Bappa Mazumderhuatong
runu182huatong
Letras
Grabaciones
গাড়ি চলে না চলে না

চলে নারে গাড়ি চলে না

গাড়ি চলে না চলে না

চলে নারে গাড়ি চলে না

চড়িয়া মানব গাড়ি

যাইতেছিলাম বন্ধুর বাড়ি

চড়িয়া মানব গাড়ি

যাইতেছিলাম বন্ধুর বাড়ি

মধ্য পথে ঠেকল গাড়ি উপায় বুদ্ধি মেলে না

মধ্য পথে ঠেকল গাড়ি উপায় বুদ্ধি মেলে না

গাড়ি চলে না চলে না

চলে নারে গাড়ি চলে না

গাড়ি চলে না চলে না

চলে নারে, গাড়ি চলে না

মহাজনে যতন করে

তেল দিয়াছে ট্যাঙ্কি ভরে

মহাজনে যতন করে

তেল দিয়াছে ট্যাঙ্কি ভরে

গাড়ি চলায় ম্নদ্রায় ভারে

ভাল মন্দ বোঝে না

গাড়ি চলায় ম্নদ্রায় ভারে

ভাল মন্দ বোঝে না

গাড়ি চলে না চলে না

চলে নারে গাড়ি চলে না

ইঞ্জিনে ময়লা জমেছে

পার্টস গুলো ক্ষয় হয়েছে

ইঞ্জিনে ময়লা জমেছে

পার্টস গুলো ক্ষয় হয়েছে

ডাইনামা বিকল হয়েছে

হেড লাইট দুইটা জ্বলে না

ডাইনামা বিকল হয়েছে

হেড লাইট দুইটা জ্বলে না

গাড়ি চলে না চলে না

চলে নারে গাড়ি চলে না

ইঞ্জিনে ব্যতিক্রম করে

কন্ডিশন ভাল নয়রে

ইঞ্জিনে ব্যতিক্রম করে

কন্ডিশন ভাল নয়রে

কখন জানি ব্রেক ফেল করে ঘটায় কোন ঘটনা

কখন জানি ব্রেক ফেল করে ঘটায় কোন ঘটনা

গাড়ি চলে না চলে না

চলে নারে গাড়ি চলে না

আব্দুল করিম ভাবছে এবার

কণ্ডেম গাড়ি কি করবে আর

আব্দুল করিম ভাবছে এবার

কণ্ডেম গাড়ি কি করবে আর

সামনে ভীষণ অন্ধকার করতেছি তাই ভাবনা

সামনে ভীষণ অন্ধকার করতেছি তাই ভাবনা

গাড়ি চলে না চলে না

চলে নারে গাড়ি চলে না

গাড়ি চলে না চলে না

চলে নারে গাড়ি চলে না

গাড়ি চলে না চলে না

চলে নারে গাড়ি চলে না

গাড়ি চলে না চলে না

চলে নারে গাড়ি চলে না

Más De Bappa Mazumder

Ver todologo

Te Podría Gustar