menu-iconlogo
huatong
huatong
avatar

Teer Hara Ei Dheuer Shagor

Bappa Mazumderhuatong
🎶Rupom_Chowdhury🎶huatong
Letras
Grabaciones
তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে

আমরা ক’জন নবীন মাঝি হাল ধরেছি,

শক্ত করে রে

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে

......................................

জীবন কাটে যুদ্ধ করে

প্রাণের মায়া সাঙ্গ করে,

জীবনের স্বাদ নাহি

ওওও... ও ও... ওওও ও ও ও ও

ও জীবন কাটে যুদ্ধ করে

প্রাণের মায়া সাঙ্গ করে,

জীবনের স্বাদ নাহি.. পাই,

ঘরবাড়ির ঠিকানা নাই

দিন-রাত্রি জানা নাই,

চলার সীমানা সঠিক নাই।

জানি শুধু চলতে হবে

এ তরী বাইতে হবে

জানি শুধু চলতে হবে,

এ তরী বাইতে হবে,

আমি যে সাগর মাঝি রে

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে

........................................

জীবনের রঙে মনকে টানে না (টানেনা)

ফুলের ওই গন্ধ কেমন জানিনা (জানিনা)

জোছনার দৃশ্য চোখে পড়ে না (পড়ে না)

তাঁরারাও ভুলে কভু ডাকে না~

জীবনের রঙে মনকে টানে না (টানেনা)

ফুলের ওই গন্ধ কেমন জানিনা (জানিনা)

জোছনার দৃশ্য চোখে পড়ে না (পড়ে না)

তাঁরারাও তো ভুলে কভু ডাকে না~

জীবনের রঙে মনকে টানে না।

বৈশাখের ওই রুদ্র ঝড়ে,

আকাশ যখন ভেঙ্গে পড়ে,

ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়

ওওও... ও ও...ওওও ও ও ও ও

বৈশাখের ওই রুদ্র ঝড়ে,

আকাশ যখন ভেঙ্গে পড়ে

ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়,

হাতছানি দেয় বিদ্যুৎ আমায়,

হঠাত কে যে শঙ্খ শোনায়,

দেখি ওই ভোরের পাখি গায়

তবুও তরী বাইতে হবে,

খেয়া পাড়ি দিতেই হবে,

তবুও তরী বাইতে হবে,

খেয়া পাড়ি দিতেই হবে,

যতই ঝড় উঠুক সাগরে

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে

আমরা ক’জন নবীন মাঝি হাল ধরেছি,

শক্ত করে রে

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে

Más De Bappa Mazumder

Ver todologo

Te Podría Gustar