menu-iconlogo
huatong
huatong
bari-siddiqui--cover-image

এত দুঃখ দিলি বন্ধুরে

Bari Siddiquihuatong
beckycat2huatong
Letras
Grabaciones
এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু.....

আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা

মন জানে আর কেউ জানে না

আমায়, এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু....

আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা

মন জানে আর কেউ জানে না

আমার সংবুকে আপনাকে স্বাগতম

প্রাণ বন্ধুরে........

আমি তোমায় পাব বলে, এহ জনম যায় বিফলে

প্রেমও ফাঁসি,লইয়া গলে হইল কি যন্ত্রণা...

প্রাণ বন্ধুরে.....

আমি তোমায় পাব বলে এহ জনম যায় বিফলে

প্রেমও ফাঁসি,লইয়া গলে হইল কি যন্ত্রণা...

কলিজাহ, হইআছে ছিদ্র রে বন্ধু

কলিজাহ হইআছে ছিদ্র রে বন্ধু

ধরল গুনে ছাড়ল নারে ছাড়ল না

মন জানে আর কেউ জানে না

এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু....

আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা

মন জানে আর কেউ জানে না

আমার সংবুকে আপনাকে স্বাগতম

বন্ধুরে.......

কাঁদাইলি নিরবধি, ভাসাইলি অকুল নদী

জন্ম হইতে,আইজও বুঝি তোমায় আমি পাইলাম না

ও বন্ধুরে......

কাঁদাইলি, নিরবধি ভাসাইলি অকুল নদী

জন্ম হইতে,আইজও বুঝি তোমায় আমি পাইলাম না

যে যাহারে, ভালবাসে রে বন্ধু

যে যাহারে ভালবাসে রে বন্ধু,

ব্যাবহারে যায় চেনারে যায় জানা

মন জানে আর কেউ জানে না

এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু....

আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা

মন জানে আর কেউ জানে না ।।

আমার সংবুকে আপনাকে স্বাগতম

প্রাণ বন্ধুরে.....

কাস্টে লোহায় পীরিত করে

নৌকারে সাজাইগো পরে

দুইয়ে মিলে,যুক্তি করে সুখনা তে থাকবে না

ও বন্ধুরে.....

কাস্টে লোহায় পীরিত করে

নৌকারে সাজাইগো পরে

দুইয়ে মিলে,যুক্তি করে সুখনা তে থাকবে না.

এখন জলের তরে, ভাসে পীরিতরে বন্ধু

এখন, জলের তরে ভাসে পীরিতরে বন্ধু

জল ছাড়া সে বাচে নারে বাচে না

মন জানে আর কেউ জানে না

এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু....

আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা

মন জানে আর কেউ জানে না

আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু....

আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা

মন জানে আর কেউ জানে না ।।

Más De Bari Siddiqui

Ver todologo

Te Podría Gustar