menu-iconlogo
huatong
huatong
avatar

AMAKE PORATE JODI ETO

Bashir Ahmedhuatong
paulamaclean_625huatong
Letras
Grabaciones
শিল্পীঃ বশীর আহমেদ

গীতিকারঃ খান আতাউর রহমান

সুরকারঃ খান আতাউর রহমান

-------------------------------

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

জ্বালো আগুন আরো জ্বালো

ঢালো আরো ব্যথা ঢালো

জ্বালো আগুন আরো জ্বালো

ঢালো আরো ব্যথা ঢালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো.

আমি তো পুড়ে পুড়ে, অঙ্গার হয়েছি

দিয়েছো আঘাত যতো, সবই তার সয়েছি

নিঠুর ওগো, তবুও তোমাকে লেগেছে ভালো

তোমাকে বেসেছি ভালো

জ্বালো আগুন আরো জ্বালো

ঢালো আরো ব্যথা ঢালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো.

এ হৃদয় ধূপসম, তোমারি জ্বালায় (পুজায়)

যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়..

কিছু তার সুরভী, কিছু তার বেদনা

পড়বে তোমার মনে, যেখানেই থাকো না..

সেদিনের সে স্মৃতি, জানি গো তোমার মনে

জ্বালবে না আলো

জ্বালো আগুন আরো জ্বালো

ঢালো আরো ব্যথা ঢালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

জ্বালো আগুন আরো জ্বালো

ঢালো আরো ব্যথা ঢালো

জ্বালো আগুন আরো জ্বালো

ঢালো আরো ব্যথা ঢালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো.

--------------------

==DONNOBAD==

Más De Bashir Ahmed

Ver todologo

Te Podría Gustar