পরান পাখি লিরিক্স
Singer: Jannatul Sumaiya Heme & Avraal Sahir
Lyric: Shomeshwar Oli
M:তোমার হয়েছিলাম..আমি তোমার হয়ে রই
তোমার চোখে পড়ে নিলাম আমি তোমার নই.
F:তোমার হয়েছিলাম আমি তোমার হয়ে রই...
তোমার চোখে পড়ে নিলাম আমি তোমার নই
M:এখন আমি নিয়ম করে ......
আদর দিয়ে বুকে ধরে তোমার ব্যাথা সই
F:প্রেম পিরিতি মাখামাখি ছেরে দিয়েও ধরে রাখি
পরান পুড়ে যায় আমার পরান পাখি
M:প্রেম পিরিতি মাখামাখি ছেরে দিয়েও ধরে রাখি
পরান পুড়ে যায় আমার পরান পাখি.....
===FOLLOW BIPLOB HCB==
===ID:NO:62186317237==
UPLOADED=BY=BIPLOB HCB
===MUSIC FOLLOW KORUN==
FOLLOW ME TO GET BETTER SOUND QUALITY
=====================
M:মনের কাছে প্রশ্ন রেখে জবাব খুজে পাইনা
বুকের মাঝে স্বপ্ন একে নয়ন বুঝি পাই না..
F:মনের কাছে প্রশ্ন রেখে জবাব খুজে পাইনা
বুকের মাঝে স্বপ্ন একে নয়ন বুঝি পাই না..
M:চির কালের অভাব তুমি......
F:প্রিয় থেকে প্রিয় তুমি
FM:অন্তরে রাখি.....
M:প্রেম পিরিতি মাখামাখি ছেরে দিয়েও ধরে রাখি
পরান পুড়ে যায় আমার পরান পাখি.....
F:প্রেম পিরিতি মাখামাখি ছেরে দিয়েও ধরে রাখি
পরান পুড়ে যায় আমার পরান পাখি.....
M:তোমার হয়েছিলাম আমি তোমার হয়ে রই..
F:তোমার চোখে পড়ে নিলাম আমি তোমার নই
এখন আমি নিয়ম করে
আদর দিয়ে বুকে ধরে তোমার ব্যাথা সই......
M:প্রেম পিরিতি মাখামাখি ছেরে দিয়েও ধরে রাখি
পরান পুড়ে যায় আমার পরান পাখি....
F:প্রেম পিরিতি মাখামাখি ছেরে দিয়েও ধরে রাখি
পরান পুড়ে যায় আমার পরান পাখি
সমাপ্ত