তোরে বানাইয়া রাই বিনোদিনী...
আমি হবো কালাচান...
তোরে বানাইয়া রাই বিনোদিনী....
আমি হবো কালাচান...
ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
হায়রে করবো আমি তার প্রমান
হায়রে করবো আমি তার প্রমান
তোরে বানাইয়া রাই:বিনোদিনী
আমি হব কালাচান:
ওরে..বানাইবো তোরে আমি
ফুলের কুলো বালা.....
বুঝাইবো কারে বলে..
প্রেম বিচ্ছেদের জ্বালা...।।
ওরে ..বানাইবো তোরে আমি
ফুলের কুলো বালা ...
বুঝাইবো কারে বলে
প্রেম বিচ্ছেদের জ্বালা...
ওরে..কেমন করে ঘরে রবি রে..
ওরে:.কেমন করে ঘরে রবি রে..
হায়রে কেমনে রাখবি কুলোমান
হায়রে কেমনে রাখবি কুলোমান
তোরে বানাইয়া:রাই বিনোদিনী
আমি হবো কালাচান:
ওরে..যমুনারই কূলে যখন
বসে কদমতলে.......
বাজাইবো বাঁশের বাঁশি
রাধা রাধা বলে...
যমুনারই কূলে যখন
বসে কদমতলে ...
বাজাইবো বাঁশের বাঁশি
রাধা রাধা বলে..
হায়রে বুঝবি তখন প্রেম জ্বালাতন রে
হায়রে বুঝবি তখন প্রেম জ্বালাতন রে
হায়রে কতই কঠিন বিষের বাণ
হায়রে কতই কঠিন বিষের বাণ
তোরে বানাইয়া রাই বিনোদিনী....
আমি হব কালাচান.....
ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
ওরে...প্রেম কলঙ্কের জালা কত রে
হায়রে করবো আমি তার প্রমান
হায়রে করবো আমি তার প্রমান
তোরে বানাইয়া রাই বিনোদিনী...
আমি হব কালাচান....
তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান........
দেখা হবে আবার নতুন করে নতুন কোনো গানে
ধন্যবাদ