menu-iconlogo
huatong
huatong
avatar

সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই

Chanchal Chowdhuryhuatong
mommieydearesthuatong
Letras
Grabaciones
সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই

বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই

একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়

পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়

জল ভর জল ভর রাধে, ও গোয়ালের ঝি

কলস আমার পূর্ণ কর রাধে বিনোদি

কালো মানিক হাত পেতেছে, চাঁদ ধরিতে চায়

বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়

কালো কালো করিস না লো, ও গোয়ালের ঝি

আমায় বিধাতা করেছে কালো আমি করব কী

এক কালো যমুনার জল, সর্ব প্রাণী খায়

আরেক কালো আমি কৃষ্ণ, সকল রাধে চায়

এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল

সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল

ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল

মরলাম মরলাম

বলে রাধে জমিনে পড়িলো

মরবে না মরবে না রাধে, মন্ত্র ভালো জানি

দুই এক খানা ঝাড়া দিয়ে বিষ করিবো পানি

এমনো অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে

সোনার এই যৌবনখানি দান করিব তারে

এই কথা শুনিয়া কানাই বিষ ঝারিয়া দিল

ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল

গৃহবাসে গিয়া রাধে আড়ে বিছায় চুল

কদম ডালে থাইক্কা কানাই ফিক্কা মারে ফুল

বিয়া নাকি করো কানাই, বিয়া নাকি করো

পরেরও রমণী দেখে

জ্বালায় জ্বলে মরো

বিয়া তো করিব রাধে, বিয়া তো করিব

তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাব

আমার মত সুন্দর রাধে যদি পেতে চাও

গলায় কলসি বেঁধে যমুনাতে যাও

কোথায় পাব হার কলসি, কোথায় পাব দড়ি

তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি

তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি

তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি

তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি

Más De Chanchal Chowdhury

Ver todologo

Te Podría Gustar

সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই de Chanchal Chowdhury - Letras y Covers