menu-iconlogo
huatong
huatong
avatar

আমার সারা দেহ খেয়ো গো মাটি

DBDShuatong
100000937772huatong
Letras
Grabaciones
√√√√√?DBDS?√√√√√

?সুন্দর সুন্দর গান পাবেন?

আমার সারা দেহ খেয়ো গো মাটি, ও ও ও

এই চোখ দুটো মাটি খেয়ো না

আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে না গো, মিটবে না

তারে একজনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না

আমার সারা দেহ খেয়ো গো মাটি ও ও ও

?ভালো লাগলে DBDS এর সাথে থাকবেন?

ওরে, ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে

ওরে, ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে

যেন না পারে সে যেতে আমায় কোন দিনও ছেড়ে

আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো, থাকবো না

তারে একজনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না

আমার সারা দেহ খেয়ো গো মাটি ও ও ও

? ? DBDS, Family ? ?

ওরে, এই না ভুবন ছাড়তে হবে দু'দিন আগে পরে

ওরে, এই না ভুবন ছাড়তে হবে দু'দিন আগে পরে

বিধি, একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে

আমি ওই না ঘরে থাকতে একা পারবো না গো, পারবো না

তারে একজনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না

আমার সারা দেহ খেয়ো গো মাটি ও ও ও

এই চোখ দুটো মাটি খেয়ো না

আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে না গো, মিটবে না।

তারে একজনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না

আমার সারা দেহ খেয়ো গো মাটি ও ও ও

?দধন্যবাদ ?

Más De DBDS

Ver todologo

Te Podría Gustar