menu-iconlogo
huatong
huatong
avatar

Na Bola Kotha 2

Eleyas Hossainhuatong
bluepay1huatong
Letras
Grabaciones
তোমার প্রমে আমি,

আজও, স্বপ্ন বুনে যাই

মনের সীমানাতে,

শুধু,তোমায় খুজে পায়।

জানি না, কি করে,

আমি তোমাকে বোঝাই,

না বলা,কথা,আজ বলে দিতে চাই

জানি না কি করে,

আমি তোমাকে বোঝাই,

না বলা,কথা,আজ বলে দিতে চাই

তোমার কথা ভেবে ভেবে,

রাত্রি আমার কেটে যায়

থাক তুমি দূরে সরে,

বুজতে চাও না আমায়

ও তোমার কথা ভেবে ভেবে,

রাত্রি আমার কেটে যায়

থাক তুমি দূরে সরে,

বুজতে চাও না আমায় ।

এত ভালবাসা,দেব তোমায়,

যে ভালবাসা পৃথিবীতে নাই

জানি না,কি করে,

আমি তোমাকে বোঝাই,

না বলা,কথা,আজ বলে দিতে চাই

জানি না,কি করে,

আমি তোমাকে বোঝাই,

না বলা,কথা,আজ বলে দিতে চাই

তোমার পথ চেয়ে চেয়ে,

মনটা পরে সারাক্ষণ ।

একটু করে বাসলে ভাল,

বলনা কি হয় এমন ।

তোমার পথ চেয়ে চেয়ে,

মনটা পরে সারাক্ষণ

একটু করে বাসলে ভাল,

বলনা কি হয় এমন।

এত ভালবাসা,দেব তোমায়,

যে ভালবাসা পৃথিবীতে নাই

জানি না,কি করে,আমি

তোমাকে বোঝাই,

না বলা,কথা,আজ বলে দিতে চাই

জানি না,কি করে,

আমি তোমাকে বোঝাই,

না বলা,কথা,আজ বলে দিতে চাই..

তোমার প্রমে আমি, আজও

স্বপ্ন বুনে যাই

মনের সীমানাতে, শুধু

তোমায় খুজে পায় ।

জানি না,কি করে,

আমি তোমাকে বোঝাই,

না বলা,কথা,আজ বলে দিতে চাই..

জানি না, কি করে,

আমি তোমাকে বোঝাই,

না বলা,কথা,আজ বলে দিতে চাই..

Más De Eleyas Hossain

Ver todologo

Te Podría Gustar