menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Sudu Tomar

F. A. Sumon/MUNAhuatong
skiopperhuatong
Letras
Grabaciones
Excuse me, ওই seat-টা আমার

আমি তো প্রথমবারের মতো flight-এ যাচ্ছি

একটু জানলার পাশে বসতে চাই

ওহ আচ্ছা, OK

বলো না একবার তুমি শুধু আমার

বলো না একবার তুমি শুধু আমার

ভালোবেসে তুমি আমি করবো শুধুই পাগলামি

খুলে যাবে আমাদের সুখেরই দ্বার

বলো না একবার

অমর সৃষ্টি প্রেম যদি তোমার থেকে পাই

এ জীবনে তার বেশি আর কীবা চাই

ও, অমর সৃষ্টি প্রেম যদি তোমার থেকে পাই

এ জীবনে তার বেশি আর কীবা চাই

ও, শান্তির আবেশ ছড়িয়ে দেবো গুছিয়ে হাহাকার

বলো না একবার

বলো যদি তোমায় আমি স্বর্গ এনে দেবো

দুঃখ মুছে দিয়ে তোমায় আপন করে নেবো

Más De F. A. Sumon/MUNA

Ver todologo

Te Podría Gustar