menu-iconlogo
huatong
huatong
ferdous-ara-tomar-hater-sonar-rakhi-cover-image

Tomar Hater Sonar Rakhi

Ferdous Arahuatong
mamun_star903huatong
Letras
Grabaciones
তোমার হাতের সোনার রাখি

নজরুল গীতি(কণ্ঠ মোঃ রফি)

তোমার হাতের,সোনার রাখি,

আমার,হাতে পরালে,

তোমার হাতের,সোনার রাখি,

আমার হাতে পরালে,

আমার বিফল,বনের কুসুম,

তোমার পায়ে,ঝড়ালে,

তোমার হাতের,সোনার রাখি,

আমার হাতে,পরালে।।

খুজেছি তোমায়,তারার চোখে,

কত সে গ্রহে,কত সে লোকে,

খুজেছি তোমায়,তারার চোখে,

কত সে গ্রহে,কত সে লোকে,

আজ কি তৃষিত,মরুর আকাশ,

বাদল মেঘে,ভরালে,

তোমার হাতের,সোনার রাখি,

আমার,হাতে পরালে।।

দু-----র,অভিমানে সৃতি,

কাঁদায় কেন,আজি গো--,

মিলন বাঁশি,সহসা উঠে,

ভৈরবী-তে, বাজি গো,

হেনেছ হেলা,দিয়েছ ব্যাথা,

মনে কেন আজ,পড়ে সে কথা,

হেনেছ হেলা,দিয়েছ ব্যাথা,

মনে কেন আজ,পড়ে সে কথা,

মরন বেলায়,কেন এ গলায়,

মালার মতন,জড়ালে,

তোমার হাতের,সোনার রাখি,

আমার হাতে,পরালে,

তোমার হাতের,সোনার রাখি,

আমার হাতে পরালে।।

Más De Ferdous Ara

Ver todologo

Te Podría Gustar