menu-iconlogo
huatong
huatong
fo--cover-image

সে ই তুমি কেন এত অচেনা হলে

FOhuatong
.1ㅤFOYSALhuatong
Letras
Grabaciones
OverviewLyricsVideosListenArtists

সেই তুমি কেন এত অচেনা হলে

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম

কেমন করে এত অচেনা হলে তুমি

কীভাবে এত বদলে গেছি এই আমি

ও বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে

চলো বদলে যাই

তুমি কেন বোঝো না

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিয়ো আমায়

কতো রাত আমি কেঁদেছি

বুকের গভীরে কষ্ট নিয়ে

শূণ্যতায় ডুবে গেছি আমি

আমাকে তুমি ফিরিয়ে নাও

তুমি কেন বোঝো না

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিয়ো আমায়

যতবার ভেবেছি ভুলে যাব

তারও বেশি মনে পড়ে যায়

ফেলে আসা সেইসব দিনগুলো

ভুলে যেতে আমি পারি না

তুমি কেন বোঝো না

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিয়ো আমায়

সেই তুমি কেন এত অচেনা হলে

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম

কেমন করে এত অচেনা হলে তুমি

কীভাবে এত বদলে গেছি এই আমি

ও বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে

চলো বদলে যাই

তুমি কেন বোঝো না

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিয়ো আমায়

Más De FO

Ver todologo

Te Podría Gustar