menu-iconlogo
huatong
huatong
avatar

Shudhu Tomake

Franklinhuatong
neumannehuatong
Letras
Grabaciones
সময় কেটেছে

তোমারি পথ চেয়ে

তুমি কেন বুঝনি

কি বলতে চাই ইশারাতে

মনের কথা বলতে পারিনি

চেয়ে ও কতবার

গোপনে রেখেছি

এই স্বপ্নটি আমার

তুমি আমার আলো

নিভিয়ে দাও অন্ধকার

আমি শুধু তোমাকে চাই

আজও খুঁজে বেড়াই

তুমি আমার আলো

নিভিয়ে দাও অন্ধকার

আমি শুধু তোমাকেই চাই

কেন বলতে পারিনা

মেঘে ঢাকা দিন গুলোর

বৃষ্টির হাসি

কেন শেই বাতাসের মাঝে

তোমায় খুঁজি

মনের মাঝে গেঁথে রেখেছি

তোমায় আমি

শুধু এক ইশারার

আশায় রয়েছি

কেন আজও এই মন ছুটে

তোমার ছায়ার পিছে

আমি খুজে ফিরে ফিরে

চেয়ে রই তোমার পথে

জেগে রই তোমার নিশি

কোন আপন মন জুরে

আমার সেই হাসি

তোমার কথা ভেবে

তুমি আমার আলো

নিভিয়ে দাও অন্ধকার

আমি শুধু তোমাকেই চাই

কেন বলতে পারিনা

Más De Franklin

Ver todologo

Te Podría Gustar