menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি তো তোমার মতো

Gogon Sakibhuatong
shumekab2000huatong
Letras
Grabaciones
তুমি তো তোমার মত হায়,

হারিয়ে গেছো অজানায়

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

তুমি তো তোমার মত হায়,

হারিয়ে গেছো অজানায়

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

যদি তুমি জাবেই চলে,

তবে কেনো এসেছিলে

কেনো তুমি এই ছেলে টাকে,

বাবু বলে ডেকেছিলে

তুমি তো তোমার মত হায়,

হারিয়ে গেছো অজানায়

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

তোমার আজ রাগ ভাঙা বে কে,

কানামাছি খেলবে কার সাথে

হঠাতই লুকিয়ে এসে

চোখ দুটো ধরবে তোমার কে

তোমার আজ রাগ ভাঙা বে কে,

কানামাছি খেলবে কার সাথে

হঠাতই লুকিয়ে এসে

চোখ দুটো ধরবে তোমার কে

যাকে আজ পড়ছে এই মনে,

সেও কি হাসাতে জানে

তোমার ঐ চুল সরিয়ে সে,

বাসে ভালো আলতো পরোশে

তুমি তো তোমার মত হায়,

হারিয়ে গেছো অজানায়

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

তোমায় আজ গান শোনাবে কে

গিটারে ধুলো জমেছে

বাবুটাও যাবে হারিয়ে,

সে তো আর আসবে না ফিরে

তোমায় আজ গান শোনাবে কে,

গিটারে ধুলো জমেছে

বাবুটাও যাবে হারিয়ে,

সে তো আর আসবে না ফিরে

বাবু আর আসবে না ফিরে,

প্রেমিকা তোমারই ডোর এ

আখিরাতে খুঁজবে তোমায় সে

হাজারো বাইনারি ভিড়ে

তুমি তো তোমার মত হায়,

হারিয়ে গেছো অজানায়

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

তুমি তো তোমার মত হায়,

হারিয়ে গেছো অজানায়

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

Más De Gogon Sakib

Ver todologo

Te Podría Gustar