menu-iconlogo
huatong
huatong
avatar

Jabona Rather Melate

Gosthogopal Dashuatong
Singer_Surajithuatong
Letras
Grabaciones
আমি যাবোনা..., আমি যাবোনা..., যাবোনা

যাবোনা রথের মেলাতে...

ও জামাইবাবু যাবো না রথের মেলাতে

আমি যাবোনা..., যাবোনা...

যাবোনা রথের মেলাতে

ও জামাইবাবু যাবোনা রথের মেলাতে

তোমার সঙ্গে গেলে পরে দিদি আমার গোঁসা করে

তোমার সঙ্গে গেলে পরে দিদি আমার গোঁসা করে

আবার ঘুমের ঘোরে চিমটি মারে, টান মারে কেশেতে

যাবোনা রথের মেলাতে

ও জামাইবাবু যাবোনা রথের মেলাতে...

গতবারের মেলায় তুমি দিয়েছিলে শাড়ি

তাই নিয়ে দিদির সাথে হলো আড়াআড়ি

গতবারের মেলায় তুমি দিয়েছিলে শাড়ি

তাই নিয়ে দিদির সাথে হলো আড়াআড়ি

আবার রাগ করে খেলো না রাতে

এলো না বাড়িতে ...

যাবোনা রথের মেলাতে

ও জামাইবাবু যাবোনা রথের মেলাতে...

অন্তরে তার আগুন জ্বলে, তুমি কিছু দিলে

তাই তোমারে করি মানা, যাও আমারে ভুলে

অন্তরে তার আগুন জ্বলে, তুমি কিছু দিলে

তাই তোমারে করি মানা, যাও আমারে ভুলে

বোলো না আর মানায় ভালো পড়লে বেনারসিতে

আর যাবোনা রথের মেলাতে

ও জামাইবাবু যাবোনা রথের মেলাতে

আমি যাবোনা..., যাবোনা...

যাবোনা রথের মেলাতে

ও জামাইবাবু যাবোনা রথের মেলাতে

তোমার সঙ্গে গেলে পরে দিদি আমার গোঁসা করে

তোমার সঙ্গে গেলে পরে দিদি আমার গোঁসা করে

আবার ঘুমের ঘোরে চিমটি মারে, টান মারে কেশেতে

যাবোনা রথের মেলাতে

ও জামাইবাবু যাবোনা রথের মেলাতে

ও জামাইবাবু যাবোনা রথের মেলাতে

ও জামাইবাবু যাবোনা রথের মেলাতে

Más De Gosthogopal Das

Ver todologo

Te Podría Gustar