শিরোনাম:-সুলতানা ওরে সুলতানা।
শিল্পী:-গুরু জেমস।
কথা:-মোশারফ হোসেন মনি।
সুর ও সংগীত:-শওকাত।
অ্যালবাম:-উতলা ঢেউ।
☞♪♪♪♪✍•Rifat•✍♪♪♪♪☜
সুলতানা ওরে সুলতানা,
ভুলতে তোরে পারিনা,
করলিরে, একি প্রতারনা,
সুলতানা ওরে সুলতানা,
ভুলতে তোরে পারিনা,
করলিরে, একি প্রতারনা,
ওহ্ ওহ্ ও এহি এহি এ,
ওহ্ ওহ্ ওহ্ ও ওহ্ ওহ্ ওহ্ ও,
This Track Arranged By
⫸L.R.B:-Rifat.⫷
ধক ধক করে বুক যায় বুঝি প্রান,
তক তকে সাদা মনে করলি পাষান,
করে যা করে যা মন নিয়ে যন্ত্রনা,
সয়নারে সয়না এই জ্বালা প্রানেতে সয়না,
সুলতানা ওরে সুলতানা,
ভুলতে তোরে পারিনা,
করলিরে, একি প্রতারনা,,,
ওহ্ ওহ্ ও এহি এহি এ,
ওহ্ ওহ্ ওহ্ ও ওহ্ ওহ্ ওহ্ ও,
This Track Arranged By
⫸L.R.B:-Rifat.⫷
কপালেতে ছিল বুঝি এই পরিনাম,
কে নিল বুকে তোরে দিল এত দাম,
করে যা করে যা মন নিয়ে যন্ত্রনা,
কারো মনে দাগা দিয়ে,
কোনদিন কেউ সুখী হয়না,
সুলতানা ওরে সুলতানা,
ভুলতে তোরে পারিনা,
করলিরে, একি প্রতারনা,,,
সুলতানা ওরে সুলতানা,
ভুলতে তোরে পারিনা,
করলিরে, একি প্রতারনা,,,
ওহ্ ওহ্ ও এহি এহি এ,
ওহ্ ওহ্ ওহ্ ও ওহ্ ওহ্ ওহ্ ও,
✦✦ধন্যবাদ✦✦