menu-iconlogo
huatong
huatong
habib-wahidnancy-tomake-chere-ami-cover-image

Tomake Chere Ami

Habib Wahid/Nancyhuatong
robert.burthuatong
Letras
Grabaciones
হে হে আহা হাহা আহা হে

হে আহাহা হে হে হাহা

তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো

ভালোবেসে যাবো ওগো যতদিন বাঁচবো

হেসোনা হেসোনা তুমি জেনে রাখো তা

বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা

হে হে আহা হাহা আহা হে

হে আহাহা হে হে হাহা

ও তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো

ভালোবেসে যাবো ওগো যতদিন বাঁচবো

হেসোনা হেসোনা তুমি জেনে রাখো তা

বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা

চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখবো

পেয়ো নাকো লজ্জা খুব কাছে রাখবো

হো.. চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখবো

পেয়ো নাকো লজ্জা খুব কাছে রাখবো

না না এভাবে বোলো না গো কোরো না অকারণ

লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ

সইতে পারবো না হারানোর ব্যাথা

বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা...

হে হে আহা হাহা আহা হে

হে আহাহা হে হে হাহা

হে হে আহা হাহা আহা হে

হে আহাহা হে হে হাহা

টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে

হৃদয়ের কথাগুলি শীষ দিয়ে ডাকছে

ও.. টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে

হৃদয়ের কথাগুলি শীষ দিয়ে ডাকছে

এমন সুখ তুমি দিলে গো আমায়

কেড়ে নিতে পারবে না মরণও তোমায়

শেষ করে দিয়ে আজ সব নিরবতা

বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা

হো... তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো

ভালোবেসে যাবো ওগো যতদিন বাঁচবো

হেসোনা হেসোনা তুমি জেনে রাখো তা

বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা

হৃদয়ের কথা.....

Más De Habib Wahid/Nancy

Ver todologo

Te Podría Gustar