menu-iconlogo
huatong
huatong
avatar

তোমাকে আমার কিছু বলার

Haimanti Suklahuatong
blindcurvedhuatong
Letras
Grabaciones
হুম.. হুম.. হুম..

তোমাকে আমার কিছু বলার ছিল

তোমাকে আমার কিছু বলার ছিল

বল বল বল বল

আমার আরো কিছু আশা ছিল

বল বল বল বল

ঘর হল সুখ হল

কি যেন কি রয়ে গেল

কি যেন কি নাই

তোমাকে আমার কিছু বলার ছিল

বল বল বল বল

আমার আরো কিছু আশা ছিল

বল বল বল বল

ঘর হল সুখ হল

কি যেন কি রয়ে গেল

কি যেন কি নাই

অনুমতি ছাড়া কেই কপি করবেন না

গানটি ভাল লাগলে ইনভাইট করতে ভুলবেন না

সঙ্গে থাকুন আরো নতুন গানের জন্য

আমাদের পৃথিবী

সাজাবো নতুন করে

জীবনের রঙ্গীন খেলা ঘরে

হদয়ের সুরভী

বিলাবো উজার করে

যতবার বাঁধবে বাহু ডুরে

মন বল প্রাণ বল

সবি দিলে তবু কেন

কি যেন কি নাই

তোমাকে আমার কিছু বলার ছিল

বল বল বল বল

আমার আরো কিছু আশা ছিল

বল বল বল বল

ঘর হল সুখ হল

কি যেন কি রয়ে গেল

কি যেন কি নাই

বাসনার কলি কে

ফুটিয়ে তুমি দিলে

সাজালে আঙ্গীনা ফুলে ফুলে

জীবনের সাথী কে

জড়িয়ে তুমি নিলে

এ বাঁধন যায় না যেন খুলে

দিন গেল রাত গেল

তবু কেন মনে হল

কি যেন কি নাই

তোমাকে আমার কিছু বলার ছিল

বল বল বল বল

আমার আরো কিছু আশা ছিল

বল বল বল বল

ঘর হল সুখ হল

কি যেন কি রয়ে গেল

কি যেন কি নাই

তোমাকে আমার কিছু বলার ছিল

বল বল বল বল

আমার আরো কিছু আশা ছিল

বল বল বল বল

ঘর হল সুখ হল

কি যেন কি রয়ে গেল

কি যেন কি নাই

ধন্যবাদ

Más De Haimanti Sukla

Ver todologo

Te Podría Gustar