menu-iconlogo
logo

এত কষ্ট কেন ভালবাসায়

logo
avatar
Hasanlogo
rioloalvarengalogo
Canta en la App
Letras
চারিদিকে উৎসব,পরিপুর্ণ নিয়ন আলোয়

আমার এ পৃথিবী,

ঘিরে আসছে আঁধার কালোয়

সানাইয়ের সুর নিয়ে যাবে দুর

একটু একটু করে

আজকে রাতে তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায়

আ,আ,

এত কষ্ট কেন ভালবাসায়

কেন

এত কষ্ট কেন ভালবাসায়,

বিশ্বাস যেখানে অবিশ্বাসের

সুরে বেজে উঠেছে

থাকবে না আমার সে কথা

বুঝতে যেন দেরি হয়েছে

মগ্ন ছিলাম তোমার ভালবাসার,

ইন্দ্রজালে

মানুষ আমি কেন তলিয়ে গেছি,

আমারই ভুলে

সানাইয়ের সুর নিয়ে যাবে দুর

একটু একটু করে

আজকে রাতে তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায়

আ,আ,আয়।

এত কষ্ট কেন ভালবাসায়

কেন

এত কষ্ট কেন ভালবাসায়

চারিদিকে উৎসব,

পরিপুর্ণ নিয়ন আলোয়

আমার এ পৃথিবী,

ঘিরে আসছে আঁধার কালোয়

সানাইয়ের সুর নিয়ে যাবে দুর

একটু একটু করে

আজকে রাতে তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায়

আ,আ,আয়।

এত কষ্ট কেন ভালবাসায়

কেন

এত কষ্ট কেন ভালবাসায়

এত কষ্ট কেন ভালবাসায়

কেন

এত কষ্ট কেন ভালবাসায়......

এত কষ্ট কেন ভালবাসায় de Hasan - Letras y Covers