menu-iconlogo
huatong
huatong
helal-tui-jodi-amar-hoytere-cover-image

Tui Jodi Amar Hoytere

Helalhuatong
robertsrepairshuatong
Letras
Grabaciones
তুই যদি আমার হইতি রে

ও বন্ধু, আমি হইতাম তোর

কোলেতে বসাইয়া তোরে

কোলেতে বসাইয়া তোরে

করিতাম আদর রে

তুই যদি আমার হইতি রে

আষাঢ় মাইস্যা ভরা গাঙ্গে

নাচে যে তার পানি

আমার কি আর লয় না রে মনে

আমার কি আর লয় না রে মনে

খেলতে নাও দৌড়ানি রে

তুই যদি আমার হইতি রে

তাল গাছের ওই আগায় রে বাউল

বানাইছে কোন বাসা

বাতাস আইলে রঙের দোলে

বাতাস আইলে রঙের দোলে

আমার নাই সে আশা রে

তুই যদি আমার হইতি রে

গাছের বল হয় শিকড়-বাকড়

মাছের বল হয় পানি

তুমি আমার শীতর গো কাঁথা

তুমি আমার শীতর গো কাঁথা

উদলা ঘরের ছাউনি রে

তুই যদি আমার হইতি রে

তুই যদি আমার হইতি রে

ও বন্ধু, আমি হইতাম তোর

কোলেতে বসাইয়া তোরে

কোলেতে বসাইয়া তোরে

করিতাম আদর রে

তুই যদি আমার হইতি রে

Más De Helal

Ver todologo

Te Podría Gustar