menu-iconlogo
huatong
huatong
avatar

Amay prosno kore nil dhrubo tara

Hemant Kumarhuatong
palomalatina25huatong
Letras
Grabaciones
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আর কত কাল আমি রব দিশাহারা

জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু

পথ খুঁজে কেটে গেল এ জীবন

সারা, এ জীবন সারা।।

...

কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো

সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো।

নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে

একদিন চেয়ে দেখি আমি তুমি

হারা, আমি তুমিহারা।।

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আর কত কাল আমি রব দিশাহারা

জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু

পথ খুঁজে কেটে গেল এ জীবন

সারা, এ জীবন সারা।।

...

আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে

মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে।

আমার চতুরপাশে সব কিছু যায় আসে

আমি শুধু তুষারিত গতিহীন ধারা।।

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আর কত কাল আমি রব দিশাহারা

জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু

পথ খুঁজে কেটে গেল এ জীবন

সারা, এ জীবন সারা।।

Más De Hemant Kumar

Ver todologo

Te Podría Gustar