চলো এখনো সময় আছে বেড়িয়ে পড়ি 
ফেলে রেখে সব পিছু টান... 
ঝাড়া হাত পা নিয়ে চলো যাই পেরিয়ে 
সব বাধা সব ব্যবধান 
শুধু চলার জন্য চলা যাক না 
ভুলে গিয়ে গন্তব্য... 
আমি আমার পথের গান গাইছি তুমি 
তোমার গানটা ধর' তো 
এই পথ যদি না শেষ হয় 
তবে কেমন হতো তুমি বলতো 
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় 
তবে কেমন হতো তুমি বলতো 
এই পথ যদি না শেষ হয় 
তবে কেমন হতো তুমি বলতো 
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় 
তবে কেমন হতো তুমি বলতো 
পাইনের ফাঁকে ফাঁকে নীলচে আকাশ 
উঁকি মেরে ডাকছে তোমায়... 
দূর পাহাড়ের গায়ে খেলানার ঘর বাড়ী 
ভাসছে আবার কুয়াশায়... 
চ্যাপটা ঠোঁটের ফাকে তুমিও 
হেসে চলেছো,অকারন 
ঘুরে ঘুরে একি পথে উঠতে উঠতে 
চলো,একসাথে গাই সেই গান 
এই পথ যদি না শেষ হয় 
তবে কেমন হতো তুমি বলতো 
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় 
তবে কেমন হতো তুমি বলতো 
এই পথ যদি না শেষ হয় 
তবে কেমন হতো তুমি বলতো 
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় 
তবে কেমন হতো তুমি বলতো 
চলো যাই খুজে পাই আকাশটা নিজেদের 
খুজে পাই আকাশের মন 
চলো গরুমারা চলো দার্জিলিং 
কিংচুলে কালিংপং 
পুরনো ঠিকানা গুলো হয়ে যাক নতুন 
নতুন গানটা পুরনো... 
এই পথ যদি না শেষ হয় 
তবে কেমন হতো তুমি বলতো 
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় 
তবে কেমন হতো তুমি বলতো 
এই পথ যদি না শেষ হয় 
তবে কেমন হতো তুমি বলতো 
এই পথ যদি না শেষ হয় 
তবে কেমন হতো তুমি বলতো 
এই পথ যদি না শেষ হয় 
তবে কেমন হতো তুমি বলতো