menu-iconlogo
huatong
huatong
highway-ghorgari-cover-image

GhorGari

Highwayhuatong
iRRiF🤘🏻huatong
Letras
Grabaciones
চাঁদনী রাইতে নদীর ওপারে.....

আকাশ থেইকা নামলো পরী..._

আমার চোখে চলে ঘোরগাড়ি .

আমি হাবলায় নদীর এপারে.

ঘুমের ঘোরে দেখি তারে.......

ছবির মত ডাকে আমারে.

দেখাও কত রঙিন ছবি

ছবির আশায়,হারাইলাম সবই.

দয়াল,

বানাও কত মায়ারও ছবি

ছবির নেশায় ছাড়লাম সবই..

আসার কালে ছিলাম ঘুমে

কিবা আলো আঁধার,

ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল;

কইরা ছবির শিকার.

বুঝলাম দয়াল তোমার রীতি,

ছবিরও খেলায়.

বুইঝাও আবার যাই হারাইয়া

রঙিন ছবির মেলায়.

ঘুম ভাঙিয়া আবার ঘুমাই

দেখা যায় ছবি.

নেশা কি লাগাইলা ছবিতে দয়াল.

কি মায়ার ছবি..

দেখাও কত রঙিন ছবি

ছবির আশায় হারাইলাম সবই

দয়াল, -বানাও কত মায়ারও ছবি

ছবির নেশায় ছাড়লাম সবই.

আমি হাবলায় নদীর এপারে,

ঘুমের ঘোরে দেখি তারে,

ছবির মত ডাকে আমারে।

Más De Highway

Ver todologo

Te Podría Gustar