menu-iconlogo
huatong
huatong
avatar

প্রতিদিন ভোর হয় সূর্য উঠে

hossainhuatong
MdJibon_star_star610huatong
Letras
Grabaciones

?FAIRAZ_SINGER?

?_FAIRAZ?

(1)M-------------------------------F(2)

<<<<<<<<<<<<<<<<<<<<<<<

প্রতিদিন ভোর হয় সূর্য উঠে

শিশিরের ছোয়াতেই ফুল ফোটে

প্রতিদিন ভোর হয় সূর্য উঠে

শিশিরের ছোয়াতেই ফুল ফোটে।

তুমি আমি মুখোমুখি বসে দু'জন

এভাবে কাটাবো সারাটি জীবন।

তুমি আমি মুখোমুখি বসে দু'জন

এভাবে কাটাবো সারাটি জীবন।

প্রতিদিন ভোর হয় সূর্য উঠে

শিশিরের ছোয়াতেই ফুল ফোটে।

========××××××=========

Bondhu Mohol Group

========================

Mএত দেখি তবু মন ভরে না যেন

জীবনের শুরুতেই আসোনি কেন,

<<<<<<<<<<

F এত দেখি তবু মন ভরে না যেনো

জীবনের শুরুতেই আসোনি কেন,

M স্বর্গের চেয়ে সুন্দর এ ভুবন

এইভাবে কাটাবো সারাটা জীবন

F স্বর্গের চেয়ে সুন্দর এ ভুবন

এইভাবে কাটাবো সারাটা জীবন,

M হুম.... প্রতিদিন ভোর হয় সূর্য উঠে

F শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে,

=====×××××========

?FAIRAZ_SINGER_?

?_MD_ALI_?

>>>>><<<<<<<<<<

Fচোখে আকি সারাক্ষণ তোমারই ছবি

হৃদয়ের তুলি দিয়ে রাঙানো সব'ই।

========

M চোখে আকি সারাক্ষণ তোমারই ছবি

হৃদয়ের তুলি দিয়ে রাঙানো সবি।

F স্বপ্নের মতো লাগে সবই এখন

এভাবে কাটাবো সারাটি জীবন।

M স্বপ্নের মতো লাগে সবই এখন

এভাবে কাটাবো সারাটি জীবন।

F হো...প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে

শিশিরের ছোয়াতেই ফুল ফোটে।

M প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে

শিশিরের ছোয়াতেই ফুল ফোটে।

F তুমি আমি মুখোমুখি বসে দুজন

এভাবে কাটাবো সারাটি জীবন।

M তুমি আমি মুখোমুখি বসে দুজন

এভাবে কাটাবো সারাটি জীবন।

[F+M]প্রতিদিন ভোর হয় সূর্য উঠে

শিশিরের ছোয়াতে ফুল ফোটে।

======ধন্যবাদ=========

Más De hossain

Ver todologo

Te Podría Gustar