menu-iconlogo
huatong
huatong
avatar

মন তোরে বলি যত

Hridoy Khanhuatong
wausauwi1huatong
Letras
Grabaciones
মন তরে বলি যত

তুই চলেছিস তরই মত

সাধ্য কি আমার ছুটি তর পিছনে

মন বলি তুই ফিরে চা,

মন ছাড়া কি যায়রে বাচা

তুই ছাড়া কে আর আছে এ জীবনে

কি কারণও অকারণ এত করিস জ্বালাতন

ভালো লাগেনা এ দুটানা উচাটন সারাক্ষণ

বলনা তুই বলনা, কেন এ ছলনা

ও মন তুই বলনা, ভালোবাসি বলনা

বলনা তুই বলনা, ভুলে গিয়ে ছলনা,

একবার শুধু বলনা, ভালোবাসি বলনা

এই কথা সেই কথা কত যে কথা বলিস,

শুধু বলিসনা মন কি কয়

ভালোবাসা প্রেম পিরিতি কত কিছু বুঝিস,

শুধু বুঝিসনা মন কি চায়

কি কারণও অকারণ এত করিস জ্বালাতন

ভালো লাগেনা এ দুটানা উচাটন সারাক্ষণ

বলনা তুই বলনা, কেন এ ছলনা

ও মন তুই বলনা, ভালোবাসি বলনা

বলনা তুই বলনা, ভুলে গিয়ে ছলনা

একবার শুধু বলনা, ভালোবাসি বলনা

অন্তরটা দিলাম খুলে, দেখিস না তো ফিরে,

তর মন বুঝা ভীষণ দায়

হৃদয়টাও রেখেছি জমা, তাইতো আসি ফিরে,

আর কিছুই দেবারতো নাই

কি কারণও অকারণ এত করিস জ্বালাতন

ভালো লাগেনা এ দুটানা উচাটন সারাক্ষণ

বলনা তুই বলনা, কেন এ ছলনা

ও মন তুই বলনা, ভালোবাসি বলনা

বলনা তুই বলনা, ভুলে গিয়ে ছলনা,

একবার শুধু বলনা, ভালোবাসি বলনা

মন তরে বলি যত

তুই চলেছিস তরই মত

সাধ্য কি আমার ছুটি তর পিছনে

মন বলি তুই ফিরে চা,

মন ছাড়া কি যায়রে বাচা

তুই ছাড়া কে আর আছে এ জীবনে

কি কারণও অকারণ এত করিস জ্বালাতন

ভালো লাগেনা এ দুটানা উচাটন সারাক্ষণ

বলনা তুই বলনা, কেন এ ছলনা

ও মন তুই বলনা, ভালোবাসি বলনা

বলনা তুই বলনা, ভুলে গিয়ে ছলনা,

একবার শুধু বলনা, ভালোবাসি বলনা

Más De Hridoy Khan

Ver todologo

Te Podría Gustar