menu-iconlogo
huatong
huatong
humaun-ahmed-tomar-chokhe-chokh-poreche-denge-cover-image

tomar chokhe chokh poreche denge

Humaun Ahmedhuatong
❣♕︎Sweet_Foysal♕︎❣huatong
Letras
Grabaciones
তোমার চোখে,চোখ পড়েছে

ভেংএ গেছে, লজ্জা ভয়

ভালোবাসা সবাই বলে,এমনি করেই হয়

ভালোবাসা সবাই বলে,এমনি করেই হয়

তোমার চোখে,চোখ পড়েছে

ভেংএ গেছে,লজ্জা ভয়

ভালোবাসা সবাই বলে,এমনি করেই হয়

ভালোবাসা সবাই বলে,এমনি করেই হয়

গান করুন মন ভালো রাখুন আর

বন্ধু হয়ে সবার পাশে থাকুন

গানের ভুবনে আমরা সবাই

গানের পাখি / গান ভালোবাসি

গান মানি ভালো লাগা

বন্ধু মানি পাসে থাকা

᪥᪥᪥᪥᪥᪥ ᪥᪥᪥᪥᪥᪥

কিছু কথা হয়,চলার পথে

আর সবি হয়,ইসারা তে

কিছু কথা হয়,চলার পথে

আর সবি হয়,ইসারা তে

যদি হয় জানা জানি,তবে কেনো কানা কানি

দূরে দূরে আর থাকা নয়....

ভালোবাসা সবাই বলে,এমনি করেই হয়

ভালোবাসা সবাই বলে,এমনি করেই হয়

আরো সুপার হিট এবং কি আরো

সুন্দর সুন্দর গানের জন্য আমার

আশা করি পছন্দ হবে আপনাদের

মনের যতো.. না বলা ভাষা

বুকের ভিতর বাধে বাসা

মনের যতো.. না বলা ভাষা

বুকের ভিতর বাধে বাসা

জিবনের যত চাওয়া,সবি যেনো হয় পাওয়া

ধীরে ধীরে মিলে যায় দুটি হৃদয়...

ভালোবাসা সবাই বলে,এমনি করেই হয়

ভালোবাসা সবাই বলে এমনি করেই হয়

ভালোবাসা সবাই বলে,এমনি করেই হয়

ভালোবাসা সবাই বলে,এমনি করেই হয়

Te Podría Gustar