menu-iconlogo
huatong
huatong
iman-chakraborty-tumi-jake-bhalobaso-cover-image

tumi jake bhalobaso

Iman Chakrabortyhuatong
mrsdelchuatong
Letras
Grabaciones
তুমি যাকে ভালোবাসো

স্নানের ঘরে বাষ্পে ভাসো।

তার জীবনে ঝড়।

তুমি যাকে ভালোবাসো

স্নানের ঘরে বাষ্পে ভাসো।

তার জীবনে ঝড়।

তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর,

আমার দরজায় খিল দিয়েছি,

আমার দারুন জ্বর!

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।

তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল,

বাঁচার লড়াই।

আমার মন্ত্রী খোয়া গেছে, একটা চালের ভুল,

কোথায় দাঁড়াই।

কথার ওপর কেবল কথা,

সিলিং ছুঁতে চায়।

নিজের মুখের আয়না আদল,

লাগছে অসহায়।

তুমি অন্য কারোর

তুমি অন্য কারোর

তুমি যাকে ভালোবাসো,

স্নানের ঘরে বাষ্পে ভাসো।

তার জীবনে ঝড়।

তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর,

আমার দরজায় খিল দিয়েছি,

আমার দারুন জ্বর!

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।

Más De Iman Chakraborty

Ver todologo

Te Podría Gustar