menu-iconlogo
huatong
huatong
avatar

O Hey Shyam ও হে শ্যাম

Imran/Konahuatong
renee33chickhuatong
Letras
Grabaciones
ইসমুলের পরিবেস সুন্দর রাখার

দায়িক্ত আপনার আমার সবার৷

দয়া করে কেউ আনলাইক দিবেন না৷

ও হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

ও হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

বাগিচার ফুল তুমি তুলিয়া আইনাছি আমি

মালা গেঁথে গলায় পড়িবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

ও হে শ্যাম…

হেহেহে..হেহে..ওওওও..ওহহ

বুকের মাঝে লুকাইয়িয়া রাখে মুক্তা ঝিনুক

এই বুকে লুকানো তুমি জগতের লোক জানুক

হো..বুকের মাঝে লুকাইয়িয়া

রাখে মুক্তা ঝিনুক

এই বুকে লুকানো তুমি জগতের লোক জানুক

আকাশেরও চাঁদ তুমি ধরিয়া আইনাছি আমি

সারা অঙ্গেতে মাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

ও হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

ও হে শ্যাম…

সুভাসও মিশিয়া থাকে পাঁপড়ির ভাজে ভাজে

তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে

ও… সুভাসও মিশিয়া থাকে পাঁপড়ির ভাজে ভাজে

তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে

সাত রাজার ধন তুমি খুঁজিয়া পাইয়াছি আমি

মনের মনি কোঠায় রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

ও হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

ও হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

ও হে শ্যাম…

ইসমুলের পরিবেস সুন্দর রাখার

দায়িক্ত আপনার আমার সবার৷

দয়া করে কেউ আনলাইক দিবেন না৷

সবাইকে অনেক ধন্যবাদ

Más De Imran/Kona

Ver todologo

Te Podría Gustar