M শুনে যাই, শুধু শুনে যাই
আর দিন গুলো, গুনে গুনে যাই
F বুনে যাই, কথা বুনে যাই
আর ভাবতে থাকি
কবে তোকে শোনাই
M যত দূরে দূরে চলি
কাছে পিঠে ঘুরে চলি
মনে হয় বলে ফেলি
ভালোবাসি তোকে...
F ও মন, তুই ভীষণ পাজি
ও মন, কেন হোস না রাজি?
ও মন, তুই আমায় আজই দে বলে দে
M ও মন, কেন অন্য রকম?
ও মন, তোর চোখের ভাষা
ও মন, হয়ে ভালোবাসা দে বলে দে
M আমাদেরই, কুঁড়েঘড়ে
আছে মন কেমন এর আস্তানা
ছলছুতো খুঁজে মরে
তোকে দেখতে পাওয়া রাস্তারা
F আমাদেরই, কুঁড়েঘড়ে
আছে মন কেমন এর আস্তানা
ছলছুতো খুঁজে মরে
তোকে দেখতে পাওয়া রাস্তারা
M যত দূরে দূরে চলি,
কাছে পিঠে ঘুরে চলি,
মনে হয় বলে ফেলি,
ভালোবাসি তোকে..
F ও মন, তুই ভীষণ পাজি
ও মন, কেন হোস না রাজি?
ও মন, তুই আমায় আজই দে বলে দে
M ও মন, কেন অন্য রকম
ও মন, তোর চোখের ভাষা
ও মন, হয়ে ভালোবাসা দে বলে দে
F ভুলে ভরা পৃথিবীটা
যেন তোর নামেতেই সত্যি হয়
আমারও তো, বেঁচে থাকা
তোর জন্যে যেমন মিথ্যে নয়
M ভুলে ভরা পৃথিবীটা
যেন তোর নামেতেই সত্যি হয়
আমারও তো, বেঁচে থাকা
তোর জন্যে যেমন মিথ্যে নয়
F যত দূরে দূরে চলি
কাছে পিঠে ঘুরে চলি
মনে হয় বলে ফেলি
ভালোবাসি তোকে
M F ও মন, তুই ভীষণ পাজি
ও মন, কেন হোস না রাজি?
ও মন, তুই আমায় আজই দে বলে দে
ও মন, কেন অন্য রকম?
ও মন, তোর চোখের ভাষা
ও মন, হয়ে ভালোবাসা দে বলে দে