কি যে মায়াতে নীলি জড়ি
লাগে না মন আর কিছুতে কোন কাজে
স্বপ্নেরই দেশে তোরই আবেশে
যাই ছুতে তাই আজ ঘুমিও বারে বারে
সুতো ছাড়া দুটো মন এক হলো যে
প্রেমেরই এই অজানা দূরে আলাপে
তোকে ছাড়া আমি দিশেহারা
আজ দে না শুধু দেশে সাহারা
প্রয়োজন শুধু তোর এখনি
একা শহরে আমার
তোকে ছাড়া আমি হিসেহারা
আজ দে না শুধু দিশাহারা
তোর রঙেতে রঙিনে মন
তোর সেজেছে আমারে দুনিয়া
তুই ছিলি বলে এই কলা হলে
খুঁজে পেল মন বাজারি কারণ
যে ঘুম উড়েছে দুচোখে
দেখে তোকে প্রথম দেখাতে
শুরুতে তুই ছিলি শেষ তোর কাছে
ভালো থাকা শুধু তুই যে কারণে
এক জেসা হাল তেরা মেরা
ইশক হে মিসাল তেরা মেরা
বহনে লাগি হ্যায়, আজ দেখো
তো পে ভি কশ্তী
তোকে ছাড়া আমি দিশেহারা
আজ দে না শুধু দেশে সাহারা
তোর রঙেতে রঙিনে তোর
আলোতে সেজেছে আমারে দুনিয়া