menu-iconlogo
logo

Tumi Jaao - Banglar Gaan (Indies)

logo
Letras
অনেকটা পথ পেরিয়ে

যদি সব কথা শেষ হয়ে যায়,

ফিরতে চেও না তুমি

বাড়তে থাকা দোটানায়।

মুছে ফেলো পিছুটান

পড়ে থাকা অভিমান,

জমে থাকা অজুহাত যাক উড়ে।

তুমি যাও ফিরে যাও

আরও দূর ভেসে যাও,

মিশে যাও স্রোতে হারিয়ে।

তুমি যাও ফিরে যাও

আরও দূর ভেসে যাও,

মিশে যাও স্রোতে হারিয়ে।

যদি ভালো না লাগে

আর এই আমাকে,

ছেড়ে যেতেই পারো।

গল্পের শেষে ফুরালে সব প্রেম

চলে যেও দূরে আরও।

মুছে ফেলো পিছুটান

পড়ে থাকা অভিমান,

জমে থাকা অজুহাত যাক উড়ে।

তুমি যাও ফিরে যাও

আরও দূর ভেসে যাও,

মিশে যাও স্রোতে হারিয়ে।

তুমি যাও ফিরে যাও

আরও দূর ভেসে যাও,

মিশে যাও স্রোতে হারিয়ে।

Tumi Jaao - Banglar Gaan (Indies) de Ishan Mitra - Letras y Covers