menu-iconlogo
huatong
huatong
avatar

গজল বাবা মানে হাজার বিকেল

Jaima Noorhuatong
dickieboy1huatong
Letras
Grabaciones
গজল বাবা মানে হাজার বিকেল

বাবার স্মরণে আমার রো এই গজল

বাবা মানে হাজার বিকেল

আমার ছেলে বেলা

বাবা মানে রোজ সকালে

পুতুল পুতুল খেলা

বাবা মানে হাজার বিকেল

আমার ছেলে বেলা

বাবা মানে রোজ সকালে

পুতুল পুতুল খেলা

বাবা মানে কাটছে ভালো

যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা

আমার অনেক ঋণ

বাবা মানে কাটছে ভালো

যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা

আমার অনেক ঋণ

আমি যতই এলোমেলো ভুলের অভিধান

বাবা তুমি সময় মত সহজ সমাধান

জীবনের টানাপোড়েন কিছুই

না জানি

আমার গানের স্বরলিপি

তোমার মাঝেই খুঁজি

বাবার কাছে হইনা কালো

আমি কোনদিনই

বাবা ডাকে আদর করে

আমায় সোনামণি

বাবার কাছে হইনা কালো

আমি কোনদিনই

বাবা ডাকে আদর করে

আমায় সোনামণি

আ..আ..আ..আ..

বাবা মানে অনেক চাওয়া

বাবা মানে অনেক পাওয়া

বাবা মানে ছোট্ট শূন্যতা

বাবা মানে অনেক পূর্ণতা

ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে

আমি বড় হইনি আজ

বাবা তোমার কাছে

চিরদিন থাকবে বলো

তুমি আমার সাথে

মা বলে ডাকবে বল সারা জীবন ধরে

বেলা শেষে তুমি আজও

অনেক অভিমানি

কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি

বেলা শেষে তুমি আজও

অনেক অভিমাণি

কেউ না জানুক আমি জানি

তোমার সোনামণি

বাবা মানে হাজার বিকেল

আমার ছেলে বেলা

মানে রোজ সকালে

পুতুল পুতুল খেলা

বাবা মানে কাটছে ভালো

যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা

আমার অনেক ঋণ

বাবা মানে হাজার বিকেল

আমার ছেলেবেলা

বাবা মানে রোজ সকালে

পুতুল পুতুল খেলা

বাবা মানে রোজ সকালে

পুতুল পুতুল খেলা

Más De Jaima Noor

Ver todologo

Te Podría Gustar