menu-iconlogo
logo

Dukhini Dukkho Koro Na

logo
Letras
দুঃখিনী দুঃখ করো না জেমস

1997

চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য

পথে পথে রাজপথে চেয়ে দেখ

রংয়ের খেলা

ঘরে বসে থেকে লাভ কী বলো

এসো চুল খুলে পথে নামি,

এসো উল্লাস করি

দুঃখিনী দুঃখ করো না,

দুঃখিনী দুঃখিনী

Ondhokarer GaaN

আঁধারের সিঁদ কেটে আলোতে এসো

চোখের বোরখা নামিয়ে দেখো জোছনার গালিচা

ঘর ছেড়ে তুমি বাইরে এসো

চেয়ে দেখো রংধনু,

চেয়ে দেখো সাতরং

দুঃখিনী দুঃখ করো না,

দুঃখিনী দুঃখিনী

Ondhokarer GaaN

মিছিলের ভিড় ঠেলে সামনে এসো

দুঃখের পৃষ্ঠা উল্টে দেখো স্বপ্নের বাগিচা

ঘরে বসে থেকে লাভ কী বলো

এসো হাতে হাত রাখি এসো গান করি

দুঃখিনী দুঃখ করো না,

দুঃখিনী দুঃখিনী

Ondhokarer GaaN

রা রারারা রা রারা

রা রারারা রা রারা

দুঃখিনী দুঃখ করো না,

দুঃখিনী দুঃখিনী

দুঃখিনী দুঃখ করো না,

দুঃখিনী দুঃখিনী