menu-iconlogo
logo

ononna

logo
avatar
Jameslogo
ShymoonKhan_ABSlogo
Canta en la App
Letras
ভেবে ভেবে তোমার কথা

উদাস হয়ে যাই

একা নির্জনে স্বপ্নের

সংসারে খুঁজি তোমায়

কতদিন কতরাত্রি

গিয়েছে পেরিয়ে

কভু আনমনে ছুঁয়ে গেছো

তুমি লাজুক দৃষ্টি নিয়ে ওওওওও

অনন্যা

অনন্যা

তুমি আমার

ভালোবাসা

অনন্যা

অনন্যা

তুমি আমার

ভালোবাসা

নির্ঘুম প্রহর

তোমার পানে বর

প্রেমের বিষাদ সুখে

আমি তুমিময়

কতভাবে ভেবেছি

বলবো তোমাকে

পেয়েছি খুঁজে ভালবাসা আমি

অবুঝ তোমার চোখে ওওওওও

অনন্যা

অনন্যা

তুমি আমার

ভালোবাসা

অনন্যা

অনন্যা

তুমি আমার

ভালোবাসা

দিশেহারা আমি কি পাবো

ছোঁয়া তোমার ভবঘুরে জীবনে

সুপ্রভাতে দুঃখের রাতে

আমারই থেকো বেহিসেবি জীবনে

তুমি যে আমার বুকের গভীরে

আমার রক্তের প্রতিটি অণুতে অণুতে

প্রতিটি কোষে অনুভবে আছো মিশে

অনন্যা

অনন্যা

তুমি আমার

ভালোবাসা

অনন্যা

অনন্যা

তুমি আমার

ভালোবাসা

অনন্যা

অনন্যা

তুমি আমার

ভালোবাসা

অনন্যা

অনন্যা

তুমি আমার

ভালোবাসা