menu-iconlogo
huatong
huatong
avatar

Bodhua

Jeet Gaangulihuatong
✯͜͡𝐌𝐎𝐙𝐈𝐁𝐔R✯͜͡♻️🅱🆂🅰♻️huatong
Letras
Grabaciones
ছেলেঃ এক টুকরো হাসি যে মেঘ সরালো

মেয়েঃ আচ্ছা

ছেলেঃ এক টুকরো খুশি যে চাঁদ ওঠালো

মেয়েঃ ওম হু.....

মেয়েঃ এক টুকরো কথাতে মন হারালো

এক টুকরো আশা যে হাত বাড়ালো

ছেলেঃ ভালোবাসা ছিল মনে একা

তুমি আশা হয়ে দিলে দেখা

প্রেমের ছোঁয়াতে এ মন হারালো

বধুয়া, বধুয়া, বধুয়া, বধুয়া

বধুয়া, বধুয়া, বধুয়া, বধুয়া

মেয়েঃ স্বপ্ন দেখার শুরু মন তবু দুরু দুরু

চেনা জীবন হলো আজ অচেনা

ছেলেঃ এক সাথে পথ চলা একই সুরে কথা বলা

দুটি চোখের ভাষা নয় অজানা

মেয়েঃ ভালোবাসা ছিল মনে একা

তুমি সাথী হয়ে দিলে দেখা

প্রেমের ছোঁয়াতে এ মন হারালো

বধুয়া, বধুয়া, বধুয়া, বধুয়া

ছেলেঃ বধুয়া, বধুয়া, বধুয়া, বধুয়া

মেয়েঃ হু হু হু হু হু লা লা লা..

লা লা লা লা লালা..

ছেলেঃ আজকে চোখের তারা স্বপ্নতে ঘুম হারা

দেখে যে তোমায় শুধু দৃষ্টি জুড়ে

মেয়েঃ ভাবনার নীল আকাশে কল্পনা ঘিরে আসে

রাত্রি জাগায় সুখের মিষ্টি সুরে

ছেলেঃ ভালোবাসা ছিল মনে একা

তুমি সাথী হয়ে দিলে দেখা

প্রেমের ছোঁয়াতে এ মন হারাল

বধুয়া, বধুয়া, বধুয়া, বধুয়া

বধুয়া, বধুয়া, বধুয়া, বধুয়া

Más De Jeet Gaanguli

Ver todologo

Te Podría Gustar