menu-iconlogo
huatong
huatong
avatar

Boro Eka Eka Lage

Jeet Gangulyhuatong
guojingweihuatong
Letras
Grabaciones
ও হো হো.. হো হো হো

ও হো হো.. হো হো হো

ও হো হো.. হো হো হো

ও হো হো

বড়ো একা একা লাগে আমার

বড়ো একা একা লাগে আমার

লাগে না ভাল আর

বড়ো একা একা লাগে আমার

বড়ো একা একা লাগে আমার

লাগে না ভাল আর

লাগে না ভাল আর

আছে ভালবাসা নেই অধিকার

আছে ভালবাসা নেই অধিকার

লাগে না ভাল আর

লাগে না ভাল আর

আলেয়ার পিছে ছুটে মিছে মিছে

বুঝিনি তো আলোর ভাষা.. ও ও

আজকে তোমাকে হারিয়ে বুঝেছি

কাকে বলে ভালবাসা

আঁধারে খুঁজে মন আলোকে সারাক্ষণ

মিলে না ও হো হো মিলে না

করে তুমি তুমি মন যে আমার

করে তুমি তুমি মন যে আমার

লাগে না ভাল আর

লাগে না ভাল আর

ও হো হো.. হো হো হো

ও হো হো.. হো হো হো

ও হো হো.. হো হো হো

ও হো হো

চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ

নেই শুধু তুমি কাছে

হায় যদি একবার যেতো গো জানানো

আমারো যে হৃদয় আছে

জীবনের একটি ভুল হারালো কতো কুল

জানিনা ও হো হো জানিনা

কাদে একা একা প্রাণ যে আমার

কাদে একা একা প্রাণ যে আমার

লাগে না ভাল আর

লাগে না ভাল আর

ও হো হো.. হো হো হো

ও হো হো.. হো হো হো

ও হো হো.. হো হো হো

ও হো হো

Más De Jeet Ganguly

Ver todologo

Te Podría Gustar

Boro Eka Eka Lage de Jeet Ganguly - Letras y Covers