আমাদের সীমানায় (DUET)
কথাঃ জুলফিকার রাসেল
সুরঃ বাপ্পা মজুমদার
শিল্পীঃ জুয়েল(J) ও বাপ্পা(B)
******************
******************
J:আমাদের সীমানায়
কখনো কোন দিন
দেইনি প্রাচীর
B:হুম জানি রাত নেমে এলে
অতন্দ্র প্রহরী হবে
ভোরের শিশির
J:জেনে রেখো বাংলাদেশ মানে
শুধু পাঁচটি বর্ণ নয়
B:এখানে "ব" বললেই বকুলের বৃষ্টি হয়...
হো ও ও হো ও ও
আমাদের সীমানায়
কখনো কোন দিন
দেইনি প্রাচীর
J:জানি রাত নেমে এলে
অতন্দ্র প্রহরী হবে
ভোরের শিশির
***************************
***************************
J:আমাদের মাটিতে
সময় বুঝে ওঠে না রোঁদ
B:আ আ আ আ আ
সাগরের ভাঙ্গা গড়ায়
হারায় না কখনো নীল স্রোত
J:এখানে কৈশোরেই
শেষ হয় জলের শপথ
B:রোদেলা আকাশে জুড়ায় হৃদয়
J:জেনে রেখো বাংলাদেশ মানে
শুধু পাঁচটি বর্ণ নয়
B:এখানে "ব" বললেই বকুলের বৃষ্টি হয়...
হো ও ও হো ও ও
J+B:আমাদের সীমানায়
কখনো কোন দিন
দেইনি প্রাচীর
জানি রাত নেমে এলে
অতন্দ্র প্রহরী হবে
ভোরের শিশির
***************************
***************************
ধন্যবাদ