menu-iconlogo
huatong
huatong
avatar

Tui Jodi Amar Hoiti Re

Jibon Sathihuatong
prittylilthing1187huatong
Letras
Grabaciones
Tui Jodi Amar Hoiti Re

তুই যদি আমার হইতিরে

ও বন্ধু আমি হইতাম তোর

কোলেতে বসাইয়া তোরে

করিতাম আদর রে....

তুই যদি আমার হইতি রে

ও বন্দু তুই যদি আমার হইতিরে

গাছের বল হয় শিকড় বাকড়..

মাছের বল হয় পানি...

গাছের বল হয় শিকড় ও বাকড়

গাছের বল হয় শিকড় বাকড়

মাছের বল হয় পানি...

তুমি আমার শীতের কাথা

উদলা ঘরের ছাওনি....

তুমি আমার শীতের কাথা

তুমি আমার শীতের কাথা

উদলা ঘরের ছাওনি রে.......

তুই যদি আমার হইতি রে

ও বন্দু তুই যদি আমার হইতিরে

তাল গাছের ঐ আগায় রে বাবুই...

বানায় চিকন বাসা....

তাল গাছের ঐ আগায় রে বাবুই

তাল গাছের ঐ আগায় রে বাবুই

বানায় চিকন বাসা...

বাতাস আইলে রঙ্গের দোলে

আমার নাই সেই আশা.....

বাতাস আইলে রঙ্গের দোলে

বাতাস আইলে রঙ্গের দোলে

আমার নাই সেই আশা রে....

তুই যদি আমার হইতি রে

ও বন্দু তুই যদি আমার হইতিরে

তুই যদি আমার হইতি রে

ও বন্দু আমি হইতাম তোর

কোলেতে বসাইয়া তোরে

করিতাম আদর রে....

তুই যদি আমার হইতি রে

ও বন্দু তুই যদি আমার হইতিরে

Más De Jibon Sathi

Ver todologo

Te Podría Gustar