menu-iconlogo
huatong
huatong
avatar

Anmone Tari Chobi Akechi

Just Remohuatong
Just_Biswashuatong
Letras
Grabaciones
Song :আনমনে তারি ছবি এঁকেছি

Singer: নচিকেতা চক্রবর্তী

This Track

Created by Just Remo

হে.. হে..আ.. আ..আ

আনমনে তারি ছবি এঁকেছি

তার স্বপ্নের স্রোতে ভেসেছি

সে আমার হৃদয়ের স্পন্দন

তার চোখে আকাশকে দেখেছি।

আনমনে তারি ছবি এঁকেছি

তার স্বপ্নের স্রোতে ভেসেছি

সে আমার হৃদয়ের স্পন্দন

তার চোখে আকাশকে দেখেছি।

?...Music...?

ঝরনার জল যেন আয়না

তার ছবি তাকে খুঁজে পাই না,

ঝরনার জল যেন আয়না

তার ছবি তাকে খুঁজে পাই না,

বাতাসেতে সুর বাজে বিষাদের

ভালোবাসা হারিয়েছে আকাশে

ভাঙ্গা গড়া খেলা খেলে তার আশা চলে যাওয়া

আলো হয়ে ছায়া হয়ে লুকোচুরি খেলে যাওয়া

দাঁড়িয়ে আমি যে শুধু দেখেছি।

আনমনে তারি ছবি এঁকেছি

তার স্বপ্নের স্রোতে ভেসেছি

সে আমার হৃদয়ের স্পন্দন

তার চোখে আকাশকে দেখেছি।

?..Music...?

রামধনুর ঐ সাত রং

মনের ই ক্যানভাসে মেশালাম

আঁকলাম একটা ছবি,

রামধনুর ঐ সাত রং

মনের ই ক্যানভাসে মেশালাম

আঁকলাম একটা ছবি,

সে যে তুমি , হ্যাঁ তুমি

পাহাড়ের আঁকাবাকা সড়কে

হৃদয়ের জমে থাকা বরফে

পাহাড়ের আঁকাবাকা সড়কে

হৃদয়ের জমে থাকা বরফে

লিখে দিয়ে গেলো কোন অজানায়,

সাক্ষর পাহাড়ার এ বুকে

তবু থাকে পথ চাওয়া

আশা নিয়ে গান গাওয়া

কতো স্মৃতি কতো ছবি আজো মনে পড়ে যাওয়া

স্বপ্নের জাল শুধু বুনেছি।।

আনমনে তারি ছবি এঁকেছি

তার স্বপ্নের স্রোতে ভেসেছি

সে আমার হৃদয়ের স্পন্দন

তার চোখে আকাশকে দেখেছি।

আনমনে তারি ছবি এঁকেছি

তার স্বপ্নের স্রোতে ভেসেছি

সে আমার হৃদয়ের স্পন্দন

তার চোখে আকাশকে দেখেছি।

Más De Just Remo

Ver todologo

Te Podría Gustar