menu-iconlogo
huatong
huatong
avatar

এমন জীবন কেন দিলা/RIAD AHSAN__আপলোড বাই কামরুল ইসলাম

Kamrul@smphuatong
100036804172huatong
Letras
Grabaciones
গান: এমন জীবন কেন দিলা

শিল্পী -- রিয়াদ আহসান

চয়েস বাই-- জীবন

আপলোড বাই: কামরুল ইসলাম

==গান করার সময় অবশ্যই=

== মিউজিক খেয়াল রাখবেন==

==গান শুরু==

== মিউজিক ==

=আপনি রেডি হোন=

ও... এমন জীবন কেনো দিলা

সুখের চেয়ে দুঃখ দিলা!

তিলে তিলে ভেতর পুড়ে ছাই

একটা মনের মানুষ দিলা

তাও আবার কাইরা নিলা

এখন বুঝি বেঁচে থাকাই দায়!

==Music==

এমন জীবন কেন দিলা!

সুখের চেয়ে দুঃখ দিলা

তিলে তিলে ভেতর পুড়ে ছাই,

একটা মনের মানুষ দিলা

তাও আবার কাইরা নিলা!

এখন বুঝি বেঁচে থাকাই দায়

ভাঙলে কি আর লাগে জোড়া

ভেতর আমার সবই পোড়া

চাইলে কি আর তারে ভোলা যায়

ও...ভাঙলে কি আর লাগে জোড়া

ভেতর আমার সবই পোড়া

চাইলে কি আর তারে ভোলা যায়

তারে পাওয়ার বলনা কি উপায়

ও... বিধি তারে পাওয়ার বলনা কি উপায় !

হো .....হো...... হো..... হো..ওওও

হো .....হো...... হো.....ওওওও

হো .....হো...... হো.....ওওওওও

হো .....হো...... হো.....ওওওও

==Music==

= আপলোড: KAMRUL ISLAM

= ID:- 62010197560

== মিউজিক ==

=আপনি রেডি হোন=

হৃদয় যে আজ মরুভূমি

দুই চোখে আর নাইরে পানি

কানতে কানতে সবই হলো শেষ..

সে ছাড়া আর নাইরে কেহ

প্রাণ ছাড়া এক শুন্য দেহ

তারে ছাড়া একলা মনের দেশ

ও ভাঙলে কি আর লাগে জোড়া

ভেতর আমার সবই পোড়া

চাইলে কি আর তারে ভোলা যায়

ও ভাঙলে কি আর লাগে জোড়া

ভেতর আমার সবই পোড়া

চাইলে কি আর তারে ভোলা যায়

তারে পাওয়ার বলনা কি উপায়,

ও বিধি তারে পাওয়ার বলনা কি উপায়।

==Music==

= আপলোড: KAMRUL ISLAM

= ID:- 62010197560

== মিউজিক ==

=আপনি রেডি হোন=

বুকের মাঝে রাখ তো রেজে মনের পাহারায়,

আগলে রাখতো দু-চোখের তারায়।

তারে ছাড়া যায় কি বাঁচা

শূন্য ভীষণ মনের খাঁচা

আবার তারে ফিরে পেতে চাই।

ও ভাঙলে কি আর লাগে জোড়া,

ভেতর আমার সবই পোড়া

চাইলে কি আর তারে ভোলা যায়।

ও ভাঙলে কি আর লাগে জোড়া

ভেতর আমার সবই পোড়া,

চাইলে কি আর তারে ভোলা যায়।

তারে পাওয়ার বলনা কি উপায়,

ও...বিধি তারে পাওয়ার বলনা কি উপায়

আপলোড বাই: কামরুল ইসলাম

Coffee House Family

Más De Kamrul@smp

Ver todologo

Te Podría Gustar

এমন জীবন কেন দিলা/RIAD AHSAN__আপলোড বাই কামরুল ইসলাম de Kamrul@smp - Letras y Covers