menu-iconlogo
huatong
huatong
kanak-chapa--cover-image

*চোখ যে মনের কথা বলে

Kanak Chapahuatong
⚜️⃟💚𝗠𝗼𝘇i𝗯⚜️⃟💚💠🆉🅼🅻💠huatong
Letras
Grabaciones
মেয়েঃ চোখ যে মনের কথা বলে

চোখ যে মনের কথা বলে

চোখে চোখ রাখা শুধু নয়

চোখের সে ভাষা বুঝতে হলে

চোখের মত চোখ থাকা চাই

চোখ যে মনের কথা বলে

লা.. লা লা লা লা লা

ছেলেঃ ছোট্ট এ মন কখনও চোখে

অনুরাগের স্বপ্ন আঁকে।

মেয়েঃ ছোট্ট এ মন কখনও চোখে

অনুরাগের পত্র লেখে

ছেলেঃ চিঠির সে ভাষা বুঝতে হলে

মনের মত মন থাকা চাই

চোখ যে মনের কথা বলে

মেয়েঃ চোখ যে মনের কথা বলে

চোখে চোখ রাখা শুধু নয়

চোখের সে ভাষা বুঝতে হলে

চোখের মত চোখ থাকা চাই

চোখ যে মনের কথা বলে

লা.. লা লা লা লা লা

ছেলেঃ তাই তো এ চোখ কখনও হাসে

অশ্রু জলে কখনও ভাসে

মেয়েঃ তাই তো এ চোখ কখনও হাসে

অশ্রু জলে কখনও ভাসে।

প্রেমের সে ভাষা বুঝতে হলে

প্রেমের মতো প্রেম থাকা চাই

চোখ যে মনের কথা বলে

ছেলেঃ চোখ যে মনের কথা বলে

চোখে চোখ রাখা শুধু নয়

চোখের সে ভাষা বুঝতে হলে

চোখের মত চোখ থাকা চাই

মেয়েঃ চোখ যে মনের কথা বলে

লা.. লা লা লা লা লা

Más De Kanak Chapa

Ver todologo

Te Podría Gustar