menu-iconlogo
huatong
huatong
kanak-chapa-hd-cover-image

HD আকাশের ঐ মিটি মিটি তারার সাথে

Kanak Chapahuatong
fightmanhuatong
Letras
Grabaciones
Track BY

আকাশের ঔ মিটিমিটি তারার সাথে

শিল্পী: কনক চাঁপা

Strat

আকাশের ঔ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা

নাইবা তুমি এলে

আকাশের ঔ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা

নাইবা তুমি এলে

তোমার স্মৃতির পরশ ভরা

অশ্রু দিয়ে গাথবো মালা

নাইবা তুমি এলে

আকাশের ঔ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা

নাইবা তুমি এলে

সেই শেফালীরও সনে চুপি চুপি কথা

মন বাতায়নে সুরের জাল গাথা

আধো লাজে আধো ভয়ে

আধো লাজে আধো ভয়ে

আমি কিছু বলিনি তো

তুমি কিছু জাননি তো

না বলা না জানার ব্যথা

রয়ে গেল মনে মনে

জীবনের এই নিভে যাওয়া

প্রদীপ'টুকু নাইবা জলে

নাইবা তুমি এলে

সেই হারানো দিনগুলি যদি মনে পড়ে

ভুলে যেও ওগো সবই চিরতরে

আমার গোপন ব্যথা

আমার গোপন ব্যথা

তুমি কভু জেনো নাকো

আমায় কভু চেয়ো নাকো

না জানা না চাওয়ার কথা

মুছে যাবে কোন ক্ষণে

সমাধির পরে মোর ঝরা বকুল মালা নাইবা দিলে

নাইবা তুমি এলে

তোমার স্মৃতির পরশ ভরা

অশ্রু দিয়ে গাথবো মালা

নাইবা তুমি এলে

আকাশের ঔ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা

নাইবা তুমি এলে

আকাশের ঔ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা

নাইবা তুমি এলে

L VE YOU ALL

Más De Kanak Chapa

Ver todologo

Te Podría Gustar