menu-iconlogo
huatong
huatong
kanak-chapa-hd-tomake-chere-ami-cover-image

HD তোমাকে ছেড়ে আমি | Tomake chere Ami

Kanak Chapahuatong
set1goalhuatong
Letras
Grabaciones
শিরোনাম:তোমাকে ছেড়ে আমি

শিল্পী : কন্ক চাঁপা

ছায়াছবি : মন মানেনা

Digital Bangla

তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো,

মনটাকে লুকিয়ে কোনখানে রাখব ,

তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো ,

মনটাকে লুকিয়ে কোনখানে রাখব ,

মন মানেনা.... মন মানেনা

মন মানেনা.... মন মানেনা

গান ভালো লাগলে লাইক কমেট করবেন।

তুমি ছাড়া কাটে না একটু সময় তো

দূরে চলে গেলে আমি মরে যাব হয়তো

তুমি ছাড়া কাটে না একটু সময় তো ,

দূরে চলে গেলে আমি মরে যাব হয়তো ,

তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো ,

মনটাকে লুকিয়ে কোনখানে রাখব ,

মন মানেনা.... মন মানেনা

মন মানেনা.... মন মানেনা

Music

তুমি নেই এ জীবন যেনো মরুভূমি ,

বর্ষার মেঘ হয়ে, কাছে এসো তুমি

তুমি নেই এ জীবন যেনো মরুভূমি ,

বর্ষার মেঘ হয়ে, কাছে এসো তুমি ,

তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো ,

মনটাকে লুকিয়ে কোনখানে রাখব ,

তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো ,

মনটাকে লুকিয়ে কোনখানে রাখব ,

মন মানেনা.... মন মানেনা ,

মন মানেনা.... মন মানেনা ,

লাইক দিতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে

Más De Kanak Chapa

Ver todologo

Te Podría Gustar