গানঃ তুমি কই তুমি কই
শিল্পীঃ আসিফ ও বেবী নাজনীন
সিনেমাঃ ইতিহাস
মেয়েঃ তুমি কই,তুমি কই
ছেলেঃ তোমার বুকের মধ্যখানে
মেয়েঃ তুমি কই,তুমি কই
ছেলেঃ তোমার বুকের মধ্যখানে
মেয়েঃ এই কথা আমি ছাড়া
আর কেউ না যেন জানে
ছেলেঃ তুমি কই,তুমি কই
মেয়েঃ তোমার বুকের মধ্যখানে
ছেলেঃ তুমি কই,তুমি কই
মেয়েঃ তোমার বুকের মধ্যখানে
ছেলেঃ এই কথা আমি ছাড়া
আর কেউ না যেন জানে
ছেলেঃ এই ভূবনে শুধু তোমাকে
আমি বিশ্বাস করেছি
মেয়েঃ শেষ নিঃশ্বাস দেবো তোমায়
তাই হাতটি ধরেছি
ছেলেঃ এই ভূবনে শুধু তোমাকে
আমি বিশ্বাস করেছি
মেয়েঃ শেষ নিঃশ্বাস দেবো তোমায়
তাই হাতটি ধরেছি
ছেলেঃ আমি আমায় যাই যে ভূলে
প্রিয়া চাইলে তোমার প্রানে
মেয়েঃ তুমি কই,তুমি কই
ছেলেঃ তোমার বুকের মধ্যখানে
মেয়েঃ তুমি কই,তুমি কই
ছেলেঃ তোমার বুকের মধ্যখানে
মেয়েঃ এই কথা আমি ছাড়া
আর কেউ না যেন জানে
ছেলেঃ এই নয়নে স্মৃতি সূতোয়
কত স্বপ্ন বুনেছি
মেয়েঃ ভালোবাসো,তুমি আমায়
না বলতেই শুনেছি
ছেলেঃ এই নয়নে স্মৃতি সূতোয়
কত স্বপ্ন বুনেছি
মেয়েঃ ভালোবাসো,তুমি আমায়
না বলতেই শুনেছি
ছেলেঃ শেষে হয় কি মনের কথা
কিছু কথায় লেখা গানে
মেয়েঃ তুমি কই,তুমি কই
ছেলেঃ তোমার বুকের মধ্যখানে
মেয়েঃ তুমি কই,তুমি কই
ছেলেঃ তোমার বুকের মধ্যখানে
মেয়েঃ এই কথা আমি ছাড়া
আর কেউ না যেন জানে
ছেলেঃ তুমি কই,তুমি কই
মেয়েঃ তোমার বুকের মধ্যখানে
ছেলেঃ তুমি কই,তুমি কই
মেয়েঃ তোমার বুকের মধ্যখানে
ছেলেঃ এই কথা আমি ছাড়া
আর কেউ না যেন জানে