menu-iconlogo
huatong
huatong
kazi-nazrul-islam-tri-bhuboner-priyo-muhammad-cover-image

Tri Bhuboner Priyo Muhammad

Kazi Nazrul Islamhuatong
pinkerlinghuatong
Letras
Grabaciones
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,

এলো রে দুনিয়ায়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়।

ধূলির ধরা বেহেশ্‌তে আজ,

জয় করিলো দিলরে লাজ

আজকে খুশির ঢল নেমেছে,

ধূসর সাহারায়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়।

দেখ আমিনা মায়ের কোলে,

দোলে শিশু ইসলাম দোলে

কচি মুখে শাহাদাতের,

বাণী সে শোনায়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়।

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,

এলো রে দুনিয়ায়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়।

Más De Kazi Nazrul Islam

Ver todologo

Te Podría Gustar