menu-iconlogo
huatong
huatong
avatar

Dokhino Hawa

Kazi Shuvo/Adityhuatong
my85grandprixhuatong
Letras
Grabaciones
মনেরই মাঝে এসে তুমি বদলে দিলে সবই

দিনেরাতে এখন আমি আঁকি তোমার ছবি

এত মায়া ছড়ালে, এত সুখে জড়ালে

পৃথিবীটা লাগে যে দামি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

তুমিময় দিনগুলো লাগে বড়ো ভালো

আমার ঘরেতে যেন এলো চাঁদের আলো

তুমিময় দিনগুলো লাগে বড়ো ভালো

আমার ঘরেতে যেন এলো চাঁদের আলো

এত মায়া ছড়ালে, এত সুখে জড়ালে

পৃথিবীটা লাগে যে দামি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

আবেগী এই ক্ষণগুলো যেন ছুঁয়ে থাকে

সারাটা জনম ধরে আমি চাই তোমাকে

আবেগী এই ক্ষণগুলো যেন ছুঁয়ে থাকে

সারাটা জনম ধরে আমি চাই তোমাকে

এত মায়া ছড়ালে, এত সুখে জড়ালে

পৃথিবীটা লাগে যে দামি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

Más De Kazi Shuvo/Adity

Ver todologo

Te Podría Gustar