menu-iconlogo
huatong
huatong
kazi-shuvonodi-rongila-akash-cover-image

Rongila Akash

Kazi Shuvo/Nodihuatong
pamr_starhuatong
Letras
Grabaciones
আ.আ.আ...........

আমি যদি ভেঙে পরি তুমি গড়ে দিও

আপন করে খুব যতনে কাছে টেনে নিও

হু..রা রা...

আমি যদি ভেঙে পরি তুমি গড়ে দিও

আপন করে খুব যতনে কাছে টেনে নিও

তুমি আমার মেঘলা মনের রঙিলা আকাশ

তুমি কাছে থাকলে দেহে থাকে নিশ্বাস।

তুমি আমার মেঘলা মনের রঙিলা আকাশ

তুমি কাছে থাকলে দেহে থাকে নিশ্বাস।

স্বপ্ন আমার থমকে দাড়ায় চোখের আরাল হরে

মনটা আমার দিবানিশি তুমি তুমি বলে।

স্বপ্ন আমার থমকে দাড়ায় চোখের আরাল হলে

মনটা আমার দিবানিশি তুমি তুমি বলে।

তুমি আমার মেঘলা মনের রঙিলা আকাশ

তুমি কাছে থাকলে দেহে থাকে নিশ্বাস

তুমি আমার মেঘলা মনের রঙিলা আকাশ

তুমি কাছে থাকলে দেহে থাকে নিশ্বাস।

গল্প আমার তোমার নামে প্রানের দেয়াল জুরে

তুমি মিশে আছো শুধু চেনা যত ঘড়ে

গল্প আমার তোমার নামে প্রানের দেয়াল জুরে

তুমি মিশে আছো শুধু চেনা যত ঘড়ে।

তুমি আমার মেঘলা মনের রঙিলা আকাশ

তুমি কাছে থাকলে দেহে থাকে নিশ্বাস

তুমি আমার মেঘলা মনের রঙিলা আকাশ

তুমি কাছে থাকলে দেহে থাকে নিশ্বাস।

আমি যদি ভেঙে পরি তুমি গড়ে দিও

আপন করে খুব যতনে কাছে টেনে নিও।

তুমি আমার মেঘলা মনের রঙিলা আকাশ

তুমি কাছে থাকলে দেহে থাকে নিশ্বাস

তুমি আমার মেঘলা মনের রঙিলা আকাশ

তুমি কাছে থাকলে দেহে থাকে নিশ্বাস।

সমাপ্ত

Más De Kazi Shuvo/Nodi

Ver todologo

Te Podría Gustar